খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ওড়িশার ঢেঙ্কানালে এক জন সভায় দুর্নীতি নিয়ে নবীন পট্টনায়েক সরকারকে নিশানা করতে গিয়ে বিজেপীর সর্বভারতীয় সভাপতি বলেন ” ওড়িশার লগ্নী কেলেঙ্কারিতে জড়িতদের বিজেপী ক্ষমতায় এলে ৯০ দিনের মধ্যে জেলে পোরা হবে । উল্লেখ্য ওড়িশায় ২০ হাজার কোটি টাকার লগ্নী কেলেঙ্কারিতে বিজেডি সংসদ রামচন্দ্র হাসিদা , প্রাক্তন বিজেডি বিধায়ক হিতেশ কুমার কে গ্রেফতার করেছিলেন সিবিআই ।