খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জম্মু কাশ্মীরের মানব ঢাল ফারুক আহমেদ দাঁড় ,বিখ্যাত হয়েছিলেন শ্রীনগর লোকসভা কেন্দ্রের ভোটে হিংসার সময় তাকে সেনা বাহিনীর এক মেজর জিপে মানব ঢাল হিসাবে জিপের সঙ্গে বেঁধে সারা রাস্তা ঘুরিয়েছিলো । সেই ছবি সেই সময় ভাইরাল হয় । এই বার বাদগামের উইটলি গ্রাম বুথে সেই ফারুক দাঁড় নির্বাচন কর্মী হিসাবে কাজ করছে ,বাদগামের প্রশাসনিক কর্তারা জানিয়েছেন ফারুক এখন সেইখানে স্বাস্থ্য দফতরের সাফাই কর্মী হিসাবে কাজ করছেন ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...