তৃতীয় বার বিয়ে করলেন শ্রাবন্তী

খবর   ঘন্টায়  ঘন্টায়   ওয়েবডেস্ক  :  এই নিয়ে তৃতীয়বার বিয়ে করলেন বাংলা ছবির নায়িকা  শ্রাবন্তী চ্যাটার্জি । সোশ্যাল  সাইটে  সেই ছবি  ছড়িয়ে পড়তে আলোড়ন ওঠে । সোনা  যাচ্ছে তার নতুন বর  রোশান  সিংহের  বাড়িতেই নাকি হবে অনুষ্ঠান । তার পরে  কলকাতায় এসে  বন্ধুদের জন্য নতুন করে পার্টি  দেবেন অভিনেত্রী ।গোপনীয়তা  রক্ষা করার  জন্যই  বিয়ের অনুষ্ঠান কলকাতা  তে না করে চন্ডিগড়ে  করা হয়েছে ।