খবর নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর রেলের ফিরোজপুরের আধিকারিক বিবেক কুমারের কাছে এক হুমকি চিঠি পাঠিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘোষ্ঠী জৈশ – ই – মোহাম্মদ । ওই ঘোষ্ঠীর স্থানীয় কমান্ডার মনসুর আহমেদ হিন্দি তে হুমকি চিঠি লিখে তা রেল কর্তৃপক্ষ কে পাঠিয়েছে । ওই চিঠি তে লেখা হয়েছে “জঙ্গিদের মেরে ফেলার প্রতিশোধ নিতে ফিরোজপুর ,জলন্ধর ,ফরিদকোট ,অমৃতসর এবং বার্নালা রেল স্টেশন ১৩ মে উড়িয়ে দেয়া হবে “। সেই সঙ্গে হুমকি দেয়া হয়েছে রাজস্থানের বাস স্ট্যান্ড , সেনাশিবির এবং রেল স্টেশনে হামলা করা হবে “।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...