আজ সকালে রক্তে ভাসলো শ্রীলঙ্কা

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আজ সকাল  ৮ টা  ৪৫ মিনিট থেকে পর পরে  বিস্ফোরণ তিনটি গির্জা এবং  তিনটি হোটেলে । ঈস্টারের  সকালে  গির্জা গুলিতে ভিড় জমিয়েছিল  ধর্মপ্রাণ  ক্রিস্টিয়ান  রা ।মৃত্যের সংখ্যায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে । পরিস্থিতি সামলাতে  রিতিমত  বেগ পেতে হচ্ছে প্রশাসন কে । এখন  অব্দি বিস্ফোরণের  দায়  কোনো জঙ্গি  নেয়নি । বিদেশ মন্ত্রী সুষমা  স্বরাজ  টুইট শোকপ্রকাশ  করেছেন ,তিনি ভারতীয় দূতাবাস  কে বিষয়টি  দেখার  জন্য  বলেছেন ।