ঝড়ে হাবড়ার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিহীন

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  সোমবার রাতের   ঝড়  বৃষ্টিতে  গাছের  ডাল  ভেঙে ভেঙে  বিদ্যুতের তারের  উপর পড়লে  বিদ্যুৎ বিহীন হয়ে  পরে  হাওড়ার বিস্তীর্ণ এলাকা । মছলন্দপুর  পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা  বিদ্যুৎ বিহীন হয়ে পরে । বাসিন্দা রা  বার  বার বিদ্যুৎ  অফিসে আবেদন করলেও মঙ্গলবার  সকাল  থেকে বিদ্যুৎ না আশায় তারা ক্ষোভে  ফেটে পরে  গাছের গুড়ি  দিয়ে রাস্তা  অবরোধ  করে ,পরে  বিদ্যুৎ  দফতরের কর্তারা  এসে  প্রতিশ্রুতি দিলে  তারা অবরোধ  তুলে  নেয় ।