সপ্তম দফায় দুষ্কৃতীদের আটকাতে তালিকা চাইলো নির্বাচন কমিশন

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  আগামী ১৯ সে মে রাজ্যে সপ্তম দফার নির্বাচন  শান্তি  তে করার  জন্য কমিশন বদ্ধপরিকর ,গত  মঙ্গলবার রাজ্য  পুলিশের  এডিজি ,নির্বাচন কমিশনের  বিশেষ  পুলিশ  পর্যবেক্ষক  বিবেক  দুবের  কাছে দুষ্কৃত কারীদের তালিকা  পাঠান । আগামী ১৯ তারিক  ৯ টি লোকসভা কেন্দ্রের সাথে আরো চারটি বিধানসভার উপনির্বাচন আছে । তৃণমূল অর্জুন  সিংহের  কয়েকজন অনুগামীর বিরুদ্ধে অভিযোগ জানান ,পাল্টা অভিযোগ করেন অর্জুন । তবে  নির্বাচন কমিশন  এই  বার শান্তিপূর্ণ ভাবে  ভোট করতে বদ্ধপরিকর ।