বিদ্যাসাগর মূর্তি ভাঙা ঘিরে লালবাজারে ডাকা হতে পারে অমিত শাহ কে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  গত মঙ্গলবার  অমিত অমিত শাহের রালির  পরে  বিদ্যাসাগর  কলেজে  যে সংঘর্ষ  হয়  টিএমসিপি  এবং বিজেপি  কর্মীদের  মধ্যে , তার  ফলে  ৫৮ জন  কে গ্রেপ্তার  করেছে জোড়াসাঁকো   এবং আমহার্স্ট  স্ট্রিট থানার পুলিশ । তিনটি  মামলা  দায়ের হয়েছে এবং এফাইআরে  বিজেপি  সভাপতির নাম  নেই  কিন্তু  মূর্তি ভাঙচুরের পিছনে ইন্ধনের অভিযোগ উঠেছে তার নামে  ,লাল বাজারের একাংশ বলেন তদন্তের স্বার্থে অমিত শাহ কে লাল বাজারে ডাকা  হতে পারে ।