খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল জম্মুকাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য পেলো সেনা বাহিনী । তিন জঙ্গি হিজবুল মুজাহিদিন কে নিকেশ করেছে জঙ্গিরা , তাদের মধ্যে আছে সেনা জোয়ান আওরংজেবের হত্যাকারী হিজবুল কম্মানদার সৌকত দাঁড় ,এই ছাড়াও আছেন সাপরের ইরফান ওয়ার এবং পুলবামার মুজাফফর শেইখ । গত পরশু রাতে সেনা ও কাশ্মীর পুলিশের এক এনকাউন্টারে মারা যায় এই জঙ্গিরা । সকলেই হিজবুল মুজাহিদিনের সদস্য ।