দল এবং দলের বিধায়ক কে হেয়ো করলেন বিধাননগরের মেয়র

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আজ  বিধাননগর  পুরকর্পোরেশনের মেয়র  এবং নিউটাউন  বিধানসভার তৃণমূল বিধায়ক সব্যসাচী  দত্ত  বিস্ফোরক  বার্তা  দিলেন  দল  কে । তিনি বলেন রাজারহাট  এবং  বিধাননগর এই দুটি বিধানসভাই  পরে বারাসাত  লোকসভার ভিতরে ,তার কেন্দ্রে তৃণমূল  এগিয়ে থাকলেও  মন্ত্রী সুজিত বোসের  কেন্দ্রে  তৃণমূল হেরে যায় বিজেপির  কাছে । তাই  কটাক্ষ করে তিনি বলেন  ” পচা  আলু  উতরে  দিলো তৃণমূল কে আর যারা  টাটাকা  আলু  তারা পা হড়কে  পরে  গেলো “।