খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:লালা শহরের কলেজ রোডের বাসিন্দা, বিশিষ্ট মিষ্টি ব্যাবসায়ী শঙ্কু মোদক আর নেই। কিডনির রোগে আক্রান্ত হয়ে উনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লালা প্রাথমিক স্বাস্থ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়ে।কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। শোকাহত করে রেখে গেলেন স্ত্রী, এক পুত্র সহ অসংখ আত্মীযস্বজন। ব্যাবসায়ী শঙ্কু মোদকের মৃত্যু তে শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত লালা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়ে শঙ্কু মোদক’কের মৃত্যুর শোক পালনের জন্যে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...