খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আইপিএল টুর্নামেন্টে তিনি চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব করে দলকে জেতান ২০১০, ২০১১ এবং ২০১৮ তে ।এই ছাড়াও তিনি ২০১০ এবং ২০১৪ এডিশনে চ্যাম্পিয়ন্স লীগ টি ২০ চ্যাম্পিয়ন করেন দলকে । টাইম ম্যাগাজিন তাকে পৃথিবীর ১০০ জন সর্বাধিক ইনফুলেসিয়াল ব্যক্তি হিসাবে সম্মানিত করেন । ইন্ডিয়া সিমেন্টস কোম্পানি তাকে সাম্মানিক ভাইস প্রেসিডেন্টের সন্মান দেন । এই কোম্পানি হলো আইপিএলে চেন্নাই সুপারকিংস দলের মালিক ।