সৌরভ গাঙ্গুলী

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ  গাঙ্গুলী  জন্মগ্রহণ করেছিলেন ১৯৭২ সালের ৮  জুলাই  কলকাতায় । তার  পিতার  নাম চন্ডি দাশ  গাঙ্গুলি  যিনি ছিলেন এক জন দক্ষ  ক্রিকেট  প্রশাসক  এবং সফল  ব্যবসায়ী । তার  বড়  ভাই  স্নেহাশীষ  গাঙ্গুলি  ও বাংলার  হয়ে রঞ্জি  ট্রফি খেলেছেন এবং এই বিশ্বকাপে ধারাভাষ্যকরের  ভূমিকা  পালন করছেন । ২০০৮ সালে অবসরগ্রহণের  পরে  বর্তমানে  তিনি  বাংলার  ক্রিকেট  এসোসিয়েশনের  সভাপতি পদ  অলংকৃত  করে আছেন ,এবং উইজডেনের এডিটোরিয়াল  বোর্ডের সদস্য ।