জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর প্রথম ১০ টি দেশ -২০১৫

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   ১)  চীন -১৩৭কোটি  ৬০ লক্ষ  (২০১৫), ২)  ভারত -১৩১ কোটি ১০ লক্ষ  (২০১৫) ৩) আমেরিকা ৩২ কোটি  (২০১৫)৪) ইন্দোনেশিয়া  ২৫ কোটি  (২০১৫) ৫) পাকিস্তান ২১ কোটি  (২০১৫) ৬) ব্রাজিল ২০কোটি  (২০১৫) ৭) নাইজেরিয়া  ১৮ কোটি  (২০১৫) ৮) বাংলাদেশ ১৬ কোটি (২০১৫) ৯) রাশিয়া -১৪ কোটি  (২০১৫) ১০) মেক্সিকো  ১২ কোটি  (২০১৫)। চীনের এই জনসংখ্যার মধ্যে হংকং  এবং মাকাউয়ের  জন সংখ্যা  ধরা হয়নি ।