খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এন আর সি কে নিয়ে কবিতা লেখার জেরে আসামের ১০ কবর বিরুদ্ধে এফাইআর দায়ের করলো প্রশাসন ,অভিযোগ নাগরিকত্ব নিয়ে কবিতা লিখেছেন এই কবিরা ,এক বিজেপি কর্মী এবং এক সাংবাদিক এই সব কবিদের বিরুদ্ধে আলাদা করে অভিযোগ দায়ের করেছিলেন বলে জানা গিয়েছে । এই সব কবিরা বেশির ভাগ বাঙালি সংখ্যালগু । প্রকাশিত খবর অনুযায়ী এই কবিতা দোহা ভিত্তিক আল জাজিরা চ্যানেলে প্রকাশিত হয়েছে , তবে তার মধ্যে একজন কবি এই সম্প্রচারের ২ জন্য দুঃখ প্রকাশ করেছে
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...