খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৫৮ সালে ২০ সে জুলাই ডাক্তার আর্তেমিয় ব্রাকে তার বন্ধুদের সাথে কোয়ারটাও পিনাসককে যা প্যারাগুয়ে শহর থেকে ২০০ মাইল দূরে অবস্থিত সেইখানে ডিনার করছিলেন । বিশ্ববন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিকে পালন করা হয় ,কিন্তু প্রথম বিশ্ববন্ধুত্ব দিবস ৩০ সে জুলাই করার জন্য প্রস্তাব এসেছিলো ১৯৫৮ সালে । রাষ্ট্রসঙ্গ ১৯৯৭ সালে নিজেদের বিশ্ব ময় বন্ধুত্বের আলাদা অবস্থানে নিয়ে এবং প্রস্তাব করে ৩০ সে জুলাই বিশ্ব বন্ধুত্ব দিবস হিসাবে ঘোষণা তবে ভারত বাংলদেশ সোহো বিভিন্ন দেশ আগস্টের প্রথম রবিবার টি কেই পালন করে থাকে ।