খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিশ্বে বন্ধুত্ব দিবস উদজ্ঞাপন ভারত বাংলাদেশ মার্কিন যুক্ত রাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকার কিছু দেশ ছাড়াও , অন্যান্য দেশ রাও আগস্টের প্রথম রবিবার টিকে বন্ধুত্ব দিবস হিসাবে আলোন করে আসছেন । বিশ্বের জনগণ এই দিনে তাদের বন্ধুদের সাথে দেখা করে এবং বন্ধুদের সম্মানের জন্য কার্ড ও ফুল বিনিময় করেন । বিশ্বে অনেক গুলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলিও এই অনুষ্ঠানটি হোস্ট করে এবং মানুষজন দেড় একত্রিত করে ।