প্রধান মন্ত্রীয় আর্থিক উপদেষ্টা কমিটির মতামত

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:প্রধানমন্ত্রী  যাই  বলুকণা ,  তার  আর্থিক  উপদেষ্টা  কমিটির  প্রধান  বিবেক  দেবরায়  বলেন ” চলতি  আর্থিক  বৎসরে  আর্থিক  বৃদ্ধির  হার  ৬  শতাংশই  থাকবে  কোন ভাবে  তা  ৭  শতাংশ  হবে না। যদিও  প্রধান  মন্ত্রীয়   প্রতি  শ্রুতি  মতো  ৫  লক্ষ  কোটি  টাকার  অর্থনীতি তে  পৌঁছতে  হলে  দেশের  আর্থিক  বিকাশ  ৮ শতাংশ  ছুতে  হবে  বলে  জানান  বিবেক  দেবরায় ”।  তিনি বলেন ” অর্থনীতিকে   চাঙ্গা  করতে  হলে  জিএসটি  করের   হার  ,  আয়কর  ও  কর্পোরেট  কর  হার  কমাতে  হবে”।