খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: দিল্লি হাই কোর্টে অন্তবর্তী কালীন জামিন খারিজ হওয়ার পর বুধবার সুপ্রিম কোর্টে এস.এল.পি ফাইল করে চিদাম্বরমের আইনজীবী কপিল সিব্বল। সেটি ফাইল করা হয়ে বিচার পতি রমান্নার এজলাসে। তিনি সেটি পাঠিয়ে দেন প্রধান বিচারপতির এজলাসে । কিন্তু অযোধ্যা মামলার শুনানী জন্য মামলা টি দুপুর পর্যন্ত্য তুলতেই পারলেন না কপিল সিব্বল। এদিকে চিদম্বরম কে দিল্লিতে তার বাড়িতে না পেয়ে সিবিআই ও যদি দুটি পৃথক লুক আউটের নোটিশ জারি করেছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...