খাবার ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ওপেনিং ব্যাটসম্যান লুচি ও আলুরদম বেশ কিছুক্ষন ব্যাটিং করার পরে ওপর প্রান্তে দাঁড়িয়ে থাকা নন স্ট্রাইকার ওপেনিং ব্যাটসম্যান কে খেলার সুযোগ করে দেয় । সপ্তমীর দিন সকালে নন স্ট্রাইকার এন্ডের ব্যাটসম্যান সন্দেশ খেলতে নামে মাঠে । মাখা সন্দেশ বা দুধ ,চিনি ,পনির সমৃদ্ধি সন্দেশ ও তার উপরে পেস্তা কাজু কিশমিশ সমৃদ্ধি সদ্ অথবা হলদে সন্দেশ জিবে অমৃতের স্বাদ এনে দেয় ।জাফরান দেয়া হলে তো কোথায় নেই তার গন্ধই মাতিয়ে দেবে আসে পাশের অঞ্চল , তাই সপ্তমী হোক বা দশমী মাখা সন্দেশ অবশ্যই খেতে হবে ।