খাবার ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ক্রিকেটের পরিভাষাতে চায়ের ভূমিকা পিচ পরীক্ষকের মত । খেলা শুরু হওয়ার আগে ক্রিকেটের পিচ পরীক্ষক ,পিচ পরীক্ষা করে সংকেত দিলে তবেই খেলা শুরু হয় । তেমন ই সারা দিনটা শুরু হয় দার্জিলিং সমৃদ্ধ বেড টি দিয়ে । সপ্তমীর সকালে তো এই চায়ের তুলনাই মেলে না । ভোরে প্রাতরাশের আগে হাত মুখ ধুয়ে হালকা গোলাপি রঙের গরম চা না পান করলে পুজোর মেজাজ টাই তৈরী হয় না ,আর প্রাতরাশের পরে বাকি এক কাপ চা বাকি ঘাটতিতে তা পূরণ করে দেয় ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...