খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কথিত আছে ওড়িশা থেকে বিশ্বাস পরিবার হুগলির দশঘরা তে এসে বসবাস শুরু করেন । হুগলি জেলার মন্দির নগরী তারকেশ্বর থেকে এই জায়গা টি ১২ কিমি উত্তরে অবস্থিত । সদানন্দ বিশ্বাস ব্যবসায়ী পরিবারের লোক ১৮ শো শতাব্দীতে এইখানে এসে বসবাসের জন্য বসত বাটি স্থাপনের সাথে সাথে গোপালের মন্দির দূর্গা দালান ও একটি বিশাল পুকুর খনন করেন । এরা বৈষ্ণব হলেও মপুজোতে ছাগ বলির প্রথা এদের প্রচলিত আছে । বর্তমানে ১২০ টি বিশ্বাস পরিবারের লোকজনেরা মিলে গোপীনাথ দেবোত্তর ট্রাস্টের মাধ্যমে এই পুজোটি অনুষ্ঠিত করে থাকেন । প্রতিমা বিসর্জন দেয়া হয় মন্দিরের কাছেই গোপী সায়রে যে জলাধারটি সদানন্দ বিশ্বাস নির্মিত করেছিল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...