খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:মহাত্মা মোহন দাস করম চাঁদ গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা। তার স্ত্রীর নাম ছিল কস্তুরবা গান্ধী। তার চার পুত্র ছিল। তারা হলেন ১। হরিলাল গান্ধী ২। মনিলাল গান্ধী ৩।রামদাস গান্ধী ৪। দেবদাস গান্ধী। তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে আইনের ডিগ্রী অর্জন করেছিলেন। তিনি দক্ষিণ আফিকার আইন জীবী হিসাবে এবং সেখানে নিপিড়িত ভারতীয়দের উপর গোরাদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...