খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সিঁথি সার্কাস ময়দানের এই পুজোটি বহুদিনের । এই বার এদের থিম আবর্ত এই পথেই মুক্তি । সমাজের চারিদিকে হিংসা থেকে বাঁচতে মানুষকে যেতে হবে বালিয়াড়ির উপরে দাঁড়িয়ে থাকা রাজস্থানের দুর্গে ।দুর্গের ভিতর রাজস্থানি শিল্প সংস্কৃতির ছাপ এবং মূল জলমন্দির হয়ে পৌছাতে হবে মূল দূর্গা মন্দিরে সেইখানে থাকবে রাজস্থানি ঘরানার দূর্গা প্রতিমা ,বিভিন্ন রঙের আলোয় মেতে উঠবে গোটা দুর্গ <বালিয়াড়ি তে থাকবে ক্যাকটাসের বাগিচা দুর্গ সেজে উঠবে এলইডি আলোয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...