খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে ডেঙ্গি নিয়ে যে পর্যালোচনার বৈঠক হয় কলকাতা পুরসভা দুই ২৪ পরগনা হওয়া এবং হুগলির প্রতিনিধিদের নিয়ে। রাজ্য সরকার বৈঠকের পরে জানান বর্তমানে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৪,৮৫২ জন । ৩০ সে অক্টোবরের সরকারি ভাবে এই সংখ্যা ছিল ২৪ হাজার মৃত্যের সংখ্যা ২৩ হাজার । কলকাতা পুরোসভার পর্ণশ্রী পিকনিক গার্ডেন ,ধাপা ও তিলজলা তে এবং বনগাঁয় ও নৈহাটি এবং রিষড়া পুরসভা তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ।