রাজ্যের মন্ত্রিসভা তে রোদবদল

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :রাজ্য মন্ত্রীসভাতে  বেশ  কিছু  রদবদল  হচ্ছে  । বনদফতরের  মন্ত্রী  ব্রাত্যবসুর হাত  থেকে সেই দফতর  নিয়ে দেয়া হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়  কে । দুই  দফতর  হীন  মন্ত্রী  বিনয়কৃষ  বর্মন  পাচ্ছেন  জনজাতি  উন্নয়ন দফতর  এবং পশ্চিমাঞ্চল  উন্নয়ন দফতর  যাচ্ছে শান্তিরাম মাহাতোর তে । শোভনদেব  চট্টোপাধ্যায়ের  হাত  থেকে অচিরাচরিত  শক্তি দফতর দেয়া হচ্ছে সুব্রত  মুখ্যোপাধ্যায় কে । রাজ্ ভবন থেকে প্রয়োজনীয়  রদবদলের সম্মতি  মিলেছে ।