খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গোষ্ঠী দন্ধে দীর্ন মালদহ জেলায় নতুন কোন পর্যবেক্ষন নিযুক্ত না করে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় স্বয়ং নিজেই একখন থেকে দলের কাজকর্ম ঐ জেলায় দেখভাল করবেন। সূত্রের খবর গতকাল জেলার দলীয় নেতৃত্বে সঙ্গে বৈঠকে ঐ কথা তিনি জানান। তিনি এত্ত বলেন যে মৌসম বেনজির নূরকে মেনেই মালদহে জেলায় সকলকেই দলীয় কাজ কর্ম করতে হবে। তিনি মৌসুমের সঙ্গে যোগাযোগ করেই দলীয় কাজকর্ম পরিচালনা করবেন।