ধূসর চরিত্রে সেফ আলী খান

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :অভিনেতা  সইফ   আলী  খান  জীবনে  প্রথম  বার  নেগেটিভ  রোলে  অভিনয়  করেছিলেন  ”  এক  হাসিনা  থি ”  ছবিতে  । এর  পর  ওমকারার  ”ল্যাংড়া  ত্যাগী  চরিত্রে  নেগেটিভ  রোল  করে  বলিউডে  সাড়া  ফেলে   দেন  তিনি , ফের   একবার অজয়  দেবগন  অভিনীত  ”  তানাজী  আংরে ”  ছবিতে  ধূসর  চরিত্রে  সইফ   আলী  কখন  ।তিনি  বলেন  চরিত্রের  ধূসর  পড়ত  আমি  বেশ  উপভোগ  করি ”।  এর  উপর  এটি  একটি  ইতিহাসিক   ছবি।  মুক্তির  অপেক্ষায়   মুখিয়ে  আছেন তিনি।