টানা শুটিংয়ে অসুস্থ্য হয়ে আইসিসি ইউ তে ভর্তি টেলি অভিনেত্রী

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক   :  গত ৪৮ ঘন্টা  ধরে একটি জনপ্রিয় ওয়েবসিরিজের জন্য টানা শুটিং  করছিলেন অভিনেত্রী  গেহেনা  বশিষ্ট । তার  ফলে  হৃদরোগে আক্রান্ত  হয়ে তিনি শুটিং  ফ্লোরে  পরে যান  তাকে  নিয়ে যাওয়া হয়  হাসপাতালে  এবং রাখা  হয়েছে ভেন্টিলেশনে । হাসপাতাল  কর্তৃপক্ষ একটি মেডিকেল  টিম  তৈরী করে সব সময় তার  স্বাস্থ্যের  দিকে নজর রাখছেন । চিকিৎসকেরা  জানাচ্ছেন  দিনের পর দিন খাওয়া দাওয়া  না করে তিনি শুটিং ফ্লোরে অসুস্থ্য হয়ে পরেন ,তবে তার ডায়াবেটিস  এই চিকিৎসকদের ভাবাচ্ছে ।