অসম্ভব ভালো উইকেটকিপিং করলেন ঋদ্ধিমান সাহা

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক   : আজ  কলকাতায় ইডেনে  ঐতিহাসিক  দিন রাতের পিঙ্ক  বলের খেলায় ১০৬ রানে  বাংলাদেশ কে আটকে দিলো ভারতের পেসার ত্রয়ী  উমেশ ,শামি  ও ঈশান । গতকাল  প্র্যাক্টিসের  সময়  অধিনায়ক বিরাট  স্লিপ ফিল্ডার  দের  বাড়তি সতর্ক হতে বলেছিলেন । কামব্যাকের  পরে উইকেট  কিপিংয়ে  দস্তানা  হাতে ঋদ্ধি  তার উইকেট কিপিংয়ের ভেল্কি  দেখাচ্ছেন । ইশান্তের  আউটসুইঙ্গার  মাহমুদুল্লার  ব্যাটের  কানা লেগে প্রথম স্লিপের দিকে  যাচ্ছিলো  কিন্তু দেন দিকে ঝাঁপিয়ে পরে মুহূর্তের মধ্যে তিনি সেই কাচটি নেন এই ছাড়াও অসম্ভব  ভালো কিপিং করেছেন তিনি ।