মদ খেয়ে গাড়ি চালাতে ধৃত

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   মত অবস্থায়  গাড়ি  চালিয়ে এক  সাইকেল  আরোহীকে ধাক্কা  মেরে  আহত  করার দায়ে গ্রেরেপ্তার  হলেন  বলদ্বীপ  সিংহ নামক এক প্রৌঢ় ,তার  বাড়ি  দমদম রোডে । বৃহস্পতিবার  তিনটে নাগাদ  তার গাড়ি ধাক্কা  মারে  এক সাইকেল  চালক  কে । পুলিশ  তাকে গ্রেপ্তার  করার  পরে  ব্রেইথ  আনালাইজারে  তিনি  মত্ত  অবস্থায় আছেন । ব্রেইথ আনালাইজারে   তার  রক্তের প্রতি ১০০ মিলিলিটারে  পাওয়া  গিয়েছে ৮৩.৪ মিলিলিটার এলকোহল ।