খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মত অবস্থায় গাড়ি চালিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে আহত করার দায়ে গ্রেরেপ্তার হলেন বলদ্বীপ সিংহ নামক এক প্রৌঢ় ,তার বাড়ি দমদম রোডে । বৃহস্পতিবার তিনটে নাগাদ তার গাড়ি ধাক্কা মারে এক সাইকেল চালক কে । পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে ব্রেইথ আনালাইজারে তিনি মত্ত অবস্থায় আছেন । ব্রেইথ আনালাইজারে তার রক্তের প্রতি ১০০ মিলিলিটারে পাওয়া গিয়েছে ৮৩.৪ মিলিলিটার এলকোহল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...