গতকাল দেশের রাজ্যপালদের সম্মেলন হলো দিল্লিতে

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  গতকাল  দেশের রাজ্যপাল  এবং উপরাজ্যপালদেড় সম্মেলনে  বক্তব্য রাখতে গিয়ে মোদী  বলেন  “ভারতের  সংবিধান গৃহীত  হওয়ার ৭০ বছর  পূর্তি পালন করছি আমরা , এই সময়  রাজ্যসরকার  গুলি ও রাজ্যপালদের  সংবিধানের  মুলদিক  গুলি  গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে । নাগরিকদের  দায়িত্ব বা কোথায়  তাও  বোঝাতে  হবে । রাজ্যপাল  দের  রাজ্যসরকারের সঙ্গে সহযোগিতা পূর্ণ  মনোভাব নিয়ে কাজ করার জন্য তিনি পরামর্শ দেন ।