জেল হলো প্রাক্তন সিআইএ কর্তার

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  ২০০৭ সালে সিআইএ   ছেড়ে  হংকংয়ে  চলে যান  ৫৫ বছর বয়েসী জেরি চুয়ান  সিংহ । ২০১০ সালে দুই চীনা  গোয়েন্দা  তার কাছে সিআইএ  থাকার সময় গোপন তথ্য জানতে  চান  ১ লক্ষ্য ডলার  ও আজীবন  দেখভালের প্রতিশ্রুতি  দিয়ে । তার পরেই দেখা  যায়  জেরির  একাউন্টে  নিয়মিত  হাজার হাজার ডলার  পড়তে  থাকে । দোষী  সাবস্থ্য  হওয়াতে সিআইএ  এই প্রাক্তন কর্তা  কে ১৯ বছরের  কারাদণ্ড দিলো  ভার্জিনিয়ার এই প্রাক্তন কোর্ট ।