খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: ঋণের দায়ে জর্জরিত আর কমের সম্পত্তি কিনতে দরপত্র দিয়েছে ভারতী এয়ারটেল , রিলায়্যান্স জিয়ো ভার্দে ক্যাপিটাল ও ইউভি অ্যাসেট রি – কনস্ট্রাকশন। আর – কম রিলায়্যান্স টেলিকম ও রিলায়্যান্স ইনফ্রাটেল এর সম্পত্তি কিনতে ১১ টি দরপত্র জমা পড়েছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...