খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল ফাগুন বউ এখন বন্ধের মুখে আগামী শুক্রবার ই শেষ হচ্ছে এর সম্প্রচার । মুখ্য চরিত্রে ছিলেন বিক্রম এবং ওয়েন্দ্রিলা । ৭ পাকে বাঁধার পরে ফাগুন বৌ তে ফায়ার এসেছিলেন এই জুটি । প্রথম দিকে ফাগুন বউ জনপ্রিয় হলেও ক্রমশ এর টিআর পি পড়তে থাকে ।শেষের দিকে এর টিআরপি ৩ থেকে ৩.৫ বেশি ওঠেনি ।প্রযোজনা সংস্থা ও চ্যানেল সিদ্ধান্ত নেয় ধারাবাহিক বন্ধ করার ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...