খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মেদিনীপুরের সুতাহাটায় ব্যবসায়ী অক্ষয় কুমার দাসের আনাজ পতির দোকান এর তালা ভেঙ্গে চোরেরা ক্যাশ বাক্সে হাত ও দিলনা । অক্ষয় বাবু মঙ্গলবার দোকান খুলতে এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা , ছড়িয়ে ছিটিয়ে আছে আনাজপাতি । চোরেরা প্রায় ৫০ হাজার টাকার বাজার মূল্যের পেঁয়াজ ও আদা ও রসুন নিয়ে চম্পট দেয় । হাত দেয়নি ক্যাশ বাক্সে। পুলিশ তদন্ত করছে।