সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল হলো পুরসভা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : হালিশহর  পুরোদসভার  প্রায় ৩০০ জন সাফাই  কর্মী  তাদের স্হায়ী করণ ,বেতন বৃদ্ধি  এবং বকেয়া টাকা  দাবিতে পুরসভার গেটে  তালা  ঝুলিয়ে  এবং পুরসভার সামনে  ময়লা  এবং  আবর্জনা  ফেলে ,যতক্ষণ না অব্দি  তাদের দাবি মণ হচ্ছে  তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানান ।পুরসভার গেটে তালা ঝোলানোর ফলে  পুরসভার  সর্বস্থরের  কর্মীরা ভিতরে ঢুকতে  পারেনি এবং বন্ধ হয়ে আছে পুরসভার সব কাজ ।পুলিশ  এসে তাদের নিয়ন্ত্রণতারা অনড়  আছে বলে জানান ।