রাজ্যে পুরভোটের আগে সাধুসন্ত দের নিয়ে বিশেষ বৈঠক করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  বিশেষ সূত্রের খবর আগামী ১৩ ডিসেম্বর  কলকাতায়  রাজ্যের  বিভিন্ন প্রান্তে সন্তদের  নিয়ে বৈঠক করতে চলেছে বিশ্ব হিন্দু  পরিষদ উত্তর কলকাতার বাঘবাজারের গৌড়ীয় মঠে  এই বৈঠক হবে । গোটা  রাজ্য থেকে প্রায় ৫০০ জন সন্ত  উপস্থিত থাকবেন সেই বৈঠকে । বিশ্বহিন্দু  পরিষদের  মুখ্যপাত্র জানান  এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ কে প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছেন যা নিয়ে তাদের আপত্তি আছে ,এই ছাড়াও রাম মন্দির তৈরী নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে ।