কিষান মান্ডির ব্যবহার নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক: রাজ্যের  তৈয়ারী   হয়  সব  কিষান  মান্ডিই   ঠিক  ঠিক  ভাবে  কাজ  করছেন না,  তাই  সেই  গুলিকে  সক্রিয়  করতে  উদ্যোগী  হয়েছে  মুখ্যমন্ত্রী  স্বয়ং । মুখ্যমন্ত্রী  গতকাল  বিধান  সভায়  জানান  ,  যে  সব  কৃষি  বাজার  তৈয়রী  হয়েছে  তার  বেশ  কয়েক  টিতে  তেমন  সারা  পাওয়া  যাচ্ছে না ।  বিকল্প  ব্যবস্থা  হিসাবে  সেখানে  হিমঘর  ওয়্যার হাউস  , ও  স্থানীয়  বাজার  তৈয়ারীর   ব্যবস্থা  করা  হচ্ছে।