খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: মহারাষ্ট্র নির্বাচনে দেবেন্দ্র ফরনবীশ দুবারে চেষ্টায় ও মুখ্যমন্ত্রী না হতে পারায় বিদ্রোহের সুর বাজছে বিজেপীর অভ্যন্তরে। প্রয়াত গোপীনাথ মুন্ডের কন্যা পঙ্কজা পান্ডে ফেসবুকে রহস্য বজায় রেখে বলেন ” নিজের সঙ্গে কথা বলা ও কয়েকটি উত্তরের জন্য কিছু সময় চাই । নতুন রাজনৈতিক পরিস্থিতিতে কোন পথ গ্রহণ করা উচিত | শোনা যাচ্ছে ফরনবীশ উপরে চটা পঙ্কজা ১২ জন অনুগামী নিয়ে শিবসেনায় যোগ দিতে পারেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...