খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ কলকাতায় আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স বিপুল দাম দিয়ে কিনে নিয়েছেন পাট কামিন্স এবং এঔন মরগ্যান কে । কামিন্সের জন্য দ্বর উঠেছে ১৫ কোটি ,৫০ লক্ষ্য টাকা এবং মর্গানের জন্য দাম উঠেছে ৫ কোটি ২৫ লক্ষ্য টাকা । এরা দুই জন্যেই পূর্বে কে কে আরের হয়ে খেলেছে । কিংস ইলেভেন পাঞ্জাব ৪২ কোটি ৯০ লক্ষ্য টাকার তহবিল নিয়ে বসেছিলেন প্লেয়ার কিনতে ,নিলামে সব থেকে কবি টাকা নিয়ে বসেছিল চেন্নাই সুপারকিংস (১৪.৬০ কোটি ) টাকা ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...