খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ছত্তিসগড়ের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল জানান নাগরিকত্ব আইন বলবৎ হলে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন ছত্তিসগড়ের মানুষেরা কারণ এই আইন লাগু হলে অর্ধেক মানুষ তাদের নাগরিকত্ব পারবেন না । অর্ধেকের না রয়েছে জমি না রয়েছে রেকর্ড । রাজ্যের অধিকাংশ মানুষের পূর্বপুরুষ নিরক্ষর তাই কোনো নথি রেখে যেতে পারেনি । অনেকেই অন্য রাজ্য থেকে এই খানে এসেছিলেন। তাই ৫০ বছরের ও বেশি কাজপত্রপ কোথা থেকে তারা পাবেন ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...