মকর সংক্রান্তি

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   বাংলার সংস্কৃতি  জগতে  পৌষ  মাসের শেষ দিনটি  তে পৌষ সংক্রান্তি  অথবা  মকর সংক্রান্তি  উৎসব  পালন  করা হয়  রাজ্যের সর্বত্র ।এই দিন  বাঙালিরা  বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজন করে থাকে তার মধ্যে পিঠে  খাওয়া ,ঘুড়ি  ওড়ানো  থাকে , সারাদিন  ঘুড়ি  ওড়ানোর  পরে  সন্ধ্যায় পটকা  ফুটিয়ে ও ফানুস  উড়িয়ে  কোথাও  কোথাও  উৎসবের সমাপ্তি  করা হয় ।