খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০২০ সালে বিহারের বিধানসভা ভোট ভারতের গো বলয়ের অন্যতম আকর্ষণ হতে চলেছে ।নাগরিকত্ব ইস্যুতে জেডিইউ ও বিজেপির সম্পর্ক কতটা মজবুত রয়েছে সেই সম্পর্কে উস্কানি দিলেন জেডিইউর সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট এবং ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর । জেডিইউ নেতা প্রশান্ত কিশোর তা একটি করা টুইটে জানান নাগরিকত্ব ইস্যু এবং সিএএ বাতিল করার ডাকে কংগ্রেস যে ভাবে সারা দিয়েছেন তাতে নিজে রাহুল এবং প্রিয়াঙ্কা কে ধন্যবাদ জানালেন । তিনি বলেন বিহারে সিএএ এবং এনআরসি লাগু হবেনা ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...