খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারী তুষার পাত এবং বৃষ্ঠির জেরে ,ধ্বসে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে হলো ৮৪ জন । ধসের জন্য দুর্ঘটনাতে জখম হয়েছেন অন্তত ২৯ জন । পাক অধিকৃত কাশ্মীরের নিলম উপত্যকাতে অন্তত ১৫ টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে । সেইখানে ৫৭ জনের মৃত্যু হয়েছে বামলুচিস্তানে বৃষ্টিতে ১৫ জনের খবর মিলেছে জখম ১১ জন এবং বালুচিস্তানে ধ্বসের জন্য বন্ধ গিয়েছে কোয়েটা ,চমন রোড সহ বহু রাস্তা ।