ইউনিয়ন বাজেটে ২০২০ তে শিক্ষাজগৎ সরকারের কাছে যা আশা করে

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:১। সরকার  শিক্ষাক্ষেত্রে  আরো   বিনিয়োগ  করুন  এবং  ডিজিটাল  শিক্ষাক্ষেত্রে  বিনিয়োগ  ও  প্রসার  করুন  এটাই  চাইছে  দেশের  শিক্ষাক্ষেত্রের  গুণী  জন। ২। শিক্ষা  জগৎ  এ  স্মার্ট  ক্লাস  রুম   তৈয়ারী   হোক  এবং  থাকুক  শিক্ষাক্ষেত্রের  বিস্তারের  জন্য  উপযুক্ত  লাইব্রেরী  ,  উন্নত  মানের  রিসার্চ  ল্যাবরেটারী   তৈয়ারী   হোক।৩।বর্তমানে  জিডিপির  হারের  ৩  শতাংশ  ব্যায়   করা হয় শিক্ষাক্ষেত্রে শিক্ষক  মহল  চাইছেন  তা  বাড়িয়ে  বাজেটে  কম  পক্ষে   ৫-৭  শতাংশ  করা  হক।৪।এই বর্ধিত  টাকা  সরকার  পরিচালিত  স্কুল  গুলিতে  ব্যায়   হউক । এবং  সরকারী   স্কুল  গুলি  থেকে  মুখ  ফিরিয়ে  রাখা  ছাত্র  মহল  আবারও   ভীড়   জমাক  সরকারী   ও  সরকারী   পোষিত  স্কুলে ।