খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৫৭ সালে ভারতের তৃতীয় অর্থমন্ত্রী ও প্রতিষ্ঠিত শিল্পপতি টি টি কৃষ্ণমাচারী ভারতের অর্থনীতির হাল ধরেন। তিনি দুই ধরনের লেভির প্রবর্তন করেন। ভারতের রাজস্ব বাড়াতে বাজেটে তৎপর হন।১। ওয়েলথ ট্যাক্স ও ২। এক্স পেন ডি চার ট্যাক্স। তিনি বাজেট ভাষণে বলেছিলেন ” ডেস্কে পূরণ গঠনের জন্য দেশ বাসীরা আশাকরি সানন্দে এই রাজস্ব আদায়ের পথকে বেছে নেবে ।