খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:পশ্চিমবঙ্গের বর্ত্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ.ন. ডি এর শরিক দল হিসাবে তৃণমূল কংগ্রেসের তরফে ভারতের প্রথম মহিলা রেলওয়ে মন্ত্রী ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে মন্ত্রী সভায়ছিলেন ।এর পর ভারতের প্রথম মহিলা রেলওয়ে মন্ত্রী হিসাবে ২০০০ সালের মার্চ মাসে সংসদ এ রেলওয়ে বাজেট পেশ করেন। এর পর ২০০৪ সল্ থেকে পর পর ছয় বার ২০০৯ সল্ পর্যন্ত্য রেলওয়ে বাজেট পেশ করেন বিহারের আর জে ডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব | মনমোহন সিংহ এর নেতৃত্বাধীন হউ পি এ মন্ত্রী সভায়।
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...