খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই অটো এক্সপো ২০২০ তে যেটি নয়াদিল্লির নয়দাতে অনুষ্ঠিত হতে চলেছে ৭ ফেব্রুয়ারী ২০২০ সাল থেকে তাতে বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি প্রস্তুতকারক সংস্থা হুন্দাই ,নিয়ে চলেছে তাদের প্রজন্মের গাড়ি আইএক্স ২৫। হুন্ডাইয়ের এক মুখ্যপাত্র বলেন তাদের আইএক্স ২৫ যেটা পেট্রল এবং ডিজেল দুটি মডেলই আনা হচ্ছে সেটি সেডান এবং এসইউভি ঘোষ্ঠী ভুক্ত এবং এটি নতুন প্রজন্ম সহ সমস্ত ক্রেতাদের আকর্ষণ করবে তার পারফরমেন্স দ্বারা দাম ধার্য্য হয়েছে ১১.৪২ লক্ষ্য থেকে ১৮.৭৩ লক্ষ্য অব্দি ।