দুটি চীনা গাড়ি প্রস্তুতকারক সংস্থাও আসছে এই মেলাতে

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  নয়ডাতে  অনুষ্ঠিত হতে চলা  ১৫ তম  বিশ্ব  গাড়ির প্রদর্শনীতে  চীনের  সর্ববহৃত  এসইউভি  প্রস্তুতকারক সংস্থা গ্রেট  বাল  মোটোর্স্  ও  উপস্থিত থাকবেন  তাদের  নতুন এসইউভি  হাবল  ব্র্যান্ড  কে নিয়ে । এই ছাড়াও  এরা  ক্রেটা  রিভাল  এস ২ এবং ফুল  সাইজ  এইচ  ৯ য়ের  ও প্রদর্শন করতে চলেছেন । এই ছাড়াও ের ইলেট্রিক্যাল  ভেহিক্যাল  ও আনার কথা চিন্তা  ভাবনা তে আছে । এই ছাড়াও  চীনা  গাড়ি প্রস্তুতকারী  সংস্থা হায়ামা  তাদের গাড়ির সম্ভার  নিয়ে উপস্থিত থাকবেন এই মেলাতে ।